News:

শহরের পূর্বপ্রান্তে টেপাখোলায় সরকারি ইয়াছিন কলেজ অবস্থিত। বিংশ শতাব্দীর প্রারম্ভে শিক্ষানুরাগী ইয়াছিন জমাদারের ব্যক্তিগত প্রচেষ্টায় ইয়াছিন কলেজের আদিরূপ ইয়াছিন মুসলিম হাই স্কুল প্রতিষ্ঠিত হয়। কালের পরিক্রমায় অন্যান্য শিক্ষানুরাগী স্থানীয় ব্যক্তিবর্গের উদ্যোগে ১৯৬৮ সালে এটি ইয়াছিন কলেজে রূপান্তরিত হয়। ১৯৮৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ঘোষণার মধ্য দিয়ে এ কলেজ সরকারিকরণ হয়। ২.৪২৫ একর সমতল ভূমির উপর তিনটি দ্বিতল-ত্রিতল ভবন ও দুটি টিনশেড নিয়ে এক মনোরম পরিবেশে ইয়াছিন কলেজ দাঁড়িয়ে আছে। প্রারম্ভিক পর্যায়ে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পাঠদান শুরু হয়। পরবর্তীকালে স্নাতক (পাস) পর্যায়ে পাঠদান অন্তর্ভুক্ত হয়। ২০১৭ সালে বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও হিসাববিজ্ঞান এবং ২০১৮ সালে সমাজকর্ম -এ স্নাতক (সম্মান) পর্যায়ের পাঠদান কার্যক্রম শুরু হয়।